বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Ministry of Commerce Job Circular 2023): বাংলাদেশ সরকারের একটি সুপরিচিত মন্ত্রণালয় হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ কর্তৃক ০৭ পদে মোট ৪৫ জন প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনযোগ্য প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ১৮-৩০ বছর। এই মন্ত্রণালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগের প্রশ্ন সম্পর্কিত বিস্তারিত তথ্য পোষ্টের নিচে দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশের উন্নতির লক্ষ্যে এই বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ ভূমিকা পালন করে। বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি আগ্রহী প্রার্থীগন নিচের সকল শর্তাবলী মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। আবেদন সংক্রান্ত বিস্তারিত আরও তথ্য জানতে বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সার্কুলারটি দেখুন। প্রতিদিনের নতুন নতুন চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন hotjobsbd.com

প্রতিষ্ঠানের নামবাণিজ্য মন্ত্রণালয়
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদনযোগ্য জেলাসার্কুলারে উল্লেখিত জেলা
পদ সংখ্যা০৭ টি
মোট নিয়োগ সংখ্যা৪৫ জন
প্রার্থীর বয়সসর্বোচ্চ ১৮-৩০ বছর
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের সময়সীমা০২ মে ২০২৩ ইং
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটhttps://mincom.gov.bd/

পদের বিবরণ (বাণিজ্য মন্ত্রণালয়)

আবেদনে আগ্রহী প্রার্থীদের কাক্ষিত পদ বেছে নেওয়ার সুবিদার্থে নিচে খালি পদের নাম, নিয়োগ সংখ্যা, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও বেতন স্কেল ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি আগ্রহী প্রার্থীগন তাদের যোগ্যতা অনুযায়ী পদের বিবরণ দেখে কাক্ষিত পদ বেছে নিন, এবং যথাযথ শর্তাবলী মেনে আবেদন প্রক্রিয়া শুরু করুন।

  • খালি পদের নাম: গবেষণাগার সহকারী
  • নিয়োগ সংখ্যা: ০২ টি
  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ সমমান
  • বয়সসীমা: সর্বোচ্চ ১৮-৩০ বছর
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- টাকা
  • গ্রেড: ১৫
  • খালি পদের নাম: ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর
  • নিয়োগ সংখ্যা: ০৮ টি
  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক/ সমমান
  • বয়সসীমা: সর্বোচ্চ ১৮-৩০ বছর
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
  • গ্রেড: ১৬
  • খালি পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • নিয়োগ সংখ্যা: ১৫ টি
  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক/ সমমান
  • বয়সসীমা: সর্বোচ্চ ১৮-৩০ বছর
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
  • গ্রেড: ১৬
  • খালি পদের নাম: ক্যামেরাম্যান
  • নিয়োগ সংখ্যা: ০৬ টি
  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক/ সমমান
  • বয়সসীমা: সর্বোচ্চ ১৮-৩০ বছর
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
  • গ্রেড: ১৬
  • খালি পদের নাম: সহকারী হিসাবরক্ষক
  • নিয়োগ সংখ্যা: ০৭ টি
  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক/ সমমান
  • বয়সসীমা: সর্বোচ্চ ১৮-৩০ বছর
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
  • গ্রেড: ১৬
  • খালি পদের নাম: গাড়ীচালক
  • নিয়োগ সংখ্যা: ০১ টি
  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/ সমমান
  • বয়সসীমা: সর্বোচ্চ ১৮-৩০ বছর
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা
  • গ্রেড: ১৬
  • খালি পদের নাম: নমুনা সংগ্রহকারী
  • নিয়োগ সংখ্যা: ০৬ টি
  • প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/ সমমান
  • বয়সসীমা: সর্বোচ্চ ১৮-৩০ বছর
  • অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
  • বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- টাকা
  • গ্রেড: ১৯
বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আবেদনপত্র প্রেরণের ঠিকানা (বাণিজ্য মন্ত্রণালয়)

আবেদনের ঠিকানা: চাকরি আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০২ মে ২০২৩ ইং তারিখের মধ্যে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইন ব্যতীত ডাকযোগ বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহনযোগ্য নয়। প্রার্থীদেরকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরাসরি অনলাইন আবেদনের জন্য নিচে প্রদত্ত আবেদন বাটনে ক্লিক করুন।

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ প্রশ্ন

পরীক্ষার প্রস্তুতি: বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি আগ্রহী প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের সুবিধার্থে বিগত পরীক্ষার প্রশ্নাবলি নিম্নে দেওয়া হলো। নিম্নে বাংলা ব্যাকরণ, ইংরেজী, গণিত ও সাধারন জ্ঞান বিষয় সম্পর্কিত প্রশ্নাবলী দেওয়া হয়েছে। এই সকল বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে।

বাংলা ব্যাকরণ অংশ

১. “ক্ষুধিত পাষাণ” কোন সমাস?
উত্তরঃ কর্মধারয়

২. কোনটি উপসর্গ নয়?
উত্তরঃ আমি

৩. কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ সন্ন্যাসী

৪. একবার ফল দিয়ে যে গাছ মারা যায়-
উত্তরঃ ওষধি

৫. “অন্যপুষ্ট” কোন পাখিকে বলা হয়?
উত্তরঃ কোকিল

৬. ঘোষ ধ্বনি নয় –
উত্তরঃ শ

৭. “অর্ধচন্দ্র” কোন সমাস?
উত্তরঃ তৎপুরুষ

৮. “ভ্রমর” অর্থে কোনটি শুদ্ধ নয়?
উত্তরঃ মধুময়

৯. পাণিনি কে ছিলেন?
উত্তরঃ বৈয়াকরণিক

১০. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়?
উত্তরঃ রামমোহন রায়

১১. জাতীয় সংসদে বাংলাভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে
কোন সালে?
উত্তরঃ ১৯৮৭

১২. “পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের প্রেক্ষাপট-
উত্তরঃ মুক্তিযুদ্ধের শেষ

১৩. “ক্রীতদাসের হাসি” -এর রচয়িতা-
উত্তরঃ শওকত ওসমান

১৪. “যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই”- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে
পাওয়া যায়?
উত্তরঃ রবীন্দ্রনাথ

১৫. জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কবিতা সংগ্রহ-
উত্তরঃ ঝরা পালক

১৬. “দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কোন বিদেশ ন যায়।”-কবিতাংশটি কার?
উত্তরঃ কবি আব্দুল হাকিম

১৭. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
উত্তরঃ কুহেলিকা

১৮. রবীন্দ্রনাথ ঠাকুর “নাইট” উপাধি ত্যাগ করেন-
উত্তরঃ ১৯১৯

১৯. “সুধাকর” সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন-
উত্তরঃ শেখ আব্দুর রহিম

২০. “শকুন্তলা” কার লেখা গ্রন্থ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ইংরেজী অংশ

  1. I have no objection to your story again.
    Ans: hearing
  2. The plural form of “mouse” is
    Ans: mice
  3. I wish the prices of the essential commodities—come down soon.
    Ans: would
  4. It is high time we — the place.
    Ans: left
  5. One who is a specialist in heart and its diseases is —-
    Ans: a cardiologist
  6. Your conduct admits no excuse.
    Ans: of
  7. The verb form of “danger” is—-
    Ans: endanger
  8. Mr. Alam’s face lit up like the sun. This sentence means that Mr. Alam was –
    Ans: happy
  9. I him for five years.
    Ans: have known
  10. Milk is food.
    Ans: nutritious
  11. Which one of the following is a simple sentence?
    Ans: Th headmaster of our school is always ready to help the students
  12. He prevented me going there
    Ans: from
  13. “Flora” means –
    Ans: all the plants of an area
  14. He worked — to complete his assignment on time. Which of the following sets of words would complete the sentence?
    Ans: steadily, research
  15. Would you be so kind – to keep me informed ?
    Ans: enough
  16. “Corpus” means –
    Ans: a collection of written texts
  17. A person who writes dictionaries is a —
    Ans: lexicographer
  18. — eggs were served to the players.
    Ans: Boiled
  19. If I lived near my office in time for work.
    Ans: would be
  20. Which one of the following has the right spelling ?
    Ans: Millennium

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

গণিত অংশ

১. কোনো শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং ৪০ জন গণিতে পাস করেছে। 75 জন উভয় বিষয়ে পাস করলে কত জন উভয় বিষয়ে ফেল করেছে?
উত্তরঃ 1

২. ২০ থেকে ১০০ -এর মধ্যবর্তী কতটি মৌলিক সংখ্যা আছে?
উত্তরঃ ১৭টি

৩. 5+8+11+14+ …. ধারাটির কোন পদ 302?
উত্তরঃ 100 তম পদ

  1. 2+6+18+ …. ধারাটির আটটি পদের সমষ্টি নির্ণয় করুন।
    উত্তরঃ 6560

৫. এক টাকায় তিনটি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ 80%

৬. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
উত্তরঃ ৮০ লিটার

৭. একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে। বানরটি ১ মিনিটে ৪ ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে ৩ ফুট নিচে নেমে যায়। বাঁশটি ২০ গজ লম্বা। হলে এর শেষ প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে?
উত্তরঃ ১১৩ মিনিট

৮. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম এবং প্রস্থ ৩ মিটার অধিক হলে ক্ষেত্রফল ৯ বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৬৭ বর্গমিটার বেশি হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
উত্তরঃ দৈর্ঘ্য 17 মিটার, প্রস্থ 9 মিটার

৯. কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 সেমি এবং পরিসীমা 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
উত্তরঃ 30 বর্গ সেমি

১০. একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে 5 কিলোমিটার ঠিক পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?
উত্তরঃ 13 কিলোমিটার

১১. যেসব স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। তাদের সেট নির্ণয় করুন।
উত্তরঃ {35, 105}

১২. ৭২ সংখ্যাটির কয়টি ভাজক আছে?
উত্তরঃ ১২টি

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সাধারণ জ্ঞান অংশ

১. বাংলাদেশে উপজেলা কয়টি?
উত্তরঃ √ ৪৯২

২. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
উত্তরঃ পর্তুগাল

৩. ADB এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ম্যানিলা

৪. “ইস্টার্ন নিউজ এজেন্সি” কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ বাংলাদেশ

৫. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-
উত্তরঃ ট্রিগভেলি

৬. ডুমা কোন দেশের পার্লামেন্ট?
উত্তরঃ রাশিয়া

৭. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্ৰণালী?
উত্তরঃ বেরিং

৮. জন্যসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া

৯. সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন-
উত্তরঃ জাঁ পল সার্ত্রে

১০. ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ-
উত্তরঃ মিশর

১১. কোন মার্কিন প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন

১২. আইফেল টাওয়ারের উচ্চতা কত?
উত্তরঃ ১০৬৩ ফুট

১৩. আইরিন খান কোন আন্তর্জাতিক সংস্থার প্রধান?
উত্তরঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

১৪. চীনের মুদ্রার নাম কি?
উত্তরঃ ইউয়ান

১৫. ভায়াগ্রা কি?
উত্তরঃ নতুন একটি ওষুধ

১৬. বিশ্বে প্রথম টেস্টটিউব বেবি জন্ম হয়
উত্তরঃ ইংল্যান্ড

১৭. পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে?
উত্তরঃ ব্রাজিল

১৮. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি?
উত্তরঃ ডলি

১৯. “এলাম, দেখলাম, জয় করলাম” কথাটা বলেছেন- * আলেকজান্ডার দ্য গ্রেট
উত্তরঃ জুলিয়াস সিজার

২০. “AIDS” রোগ হলো-
উত্তরঃ Acquired Immune Deficiency Syndrome

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

২১. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
উত্তরঃ চীন ও ভারত

২২. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তরঃ এ. এন হাদুিল্লাহ

২৩. বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কত জন?
উত্তরঃ 198

২৪. সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৯৩

২৫. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
উত্তরঃ ৩২তম

২৬. ড. মোঃ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
উত্তরঃ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে

২৭. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৩

২৮. ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে?
উত্তরঃ 99

২৯. বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৩

৩০. বাংলাদেশে প্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৫

৩১. আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম?
উত্তরঃ ৯০তম

৩২. RAB গঠিত হয় কোনটির সংস্কার দ্বারা?
উত্তরঃ পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট, ১৯৭৯

৩৩. দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে-
উত্তরঃ ৩০ শতাংশ

৩৪. “মৈমনসিংহ গীতিকা” কটি ভাষায় অনূদিত?
উত্তরঃ ২০

৩৫. “Let there be light” চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তরঃ জহির রায়হান

৩৬. বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৬

৩৭. “বাঙালী জাতীয়তাবাদের” পরিবর্তে “বাংলাদেশী জাতীয়তাবাদ” প্রবর্তিত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
উত্তরঃ পঞ্চম

৩৮. বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে সংবিধানের কোন সশোধনীর মাধ্যমে?
উত্তরঃ দ্বাদশ

৩৯. পরীক্ষাাজেরি প্রথম প্রধান বিচারপতি কে?
উত্তরঃ এ. এস. এম. সায়েম

৪০. বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রথম মহিলা সদস্য কে?
উত্তরঃ রাজিয়া বানু

বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ ২০২৩

সার্চ রিলেটেড কিওয়ার্ড: বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ ২০২৩, বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ, বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, ministry of commerce, mincom teletalk, বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় চাকরি, বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2023, বাণিজ্য মন্ত্রণালয় সার্কুলার, বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ প্রশ্ন, বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ ২০২৩

Leave a Reply