গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Guk NGO Job Circular 2023): সম্প্রতি ০৭ পদে সর্বমোট ৬৪৪ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাক এনজিও কর্তৃপক্ষ। জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা হচ্ছে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এনজি। এই সংস্থাটি সুদীর্ঘ ৩০ বছর যাবত কাজ করে আসছে। সকল প্রকার চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন hotjobsbd.com

গাক এনজিওতে নিয়োগের প্রশ্ন সম্পর্কিত বিস্তারিত তথ্য পোষ্টের নিচে দেওয়া হয়েছে।

গাক এনজিও নিয়োগ ২০২৩

সারা বাংলাদেশে গাক এনজিও প্রায় ১০ লক্ষ পরিবারের মাঝে ঋণ কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। বর্তমানে সংস্থার চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্ন সার্কুলারে উল্লেখিত শূণ্যপদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বিস্তারিক আরও তথ্য জানতে গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সার্কুলারটি দেখুন।

প্রতিষ্ঠানের নামগাক এনজিও
চাকরির ধরনএনজিও চাকরি
আবেদনযোগ্য জেলাসকল জেলা
পদ সংখ্যা০৭ টি
মোট নিয়োগ সংখ্যা৬৪৪ টি
প্রার্থীর বয়সনিম্নে উল্লেখিত (পদ অনুসারে)
আবেদনের মাধ্যমডাকযোগ
আবেদনের সময়সীমা০৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটhttps://guk.org.bd/

পদের বিবরণ (গাক এনজিও)

গাক এনজিওতে চাকরি আগ্রহী প্রার্থীগন তাদের যোগ্যতা অনুযায়ী নিচে দেওয়া পদের বিবরণ দেখে কাক্ষিত পদ বেছে নিন, এবং যথাযথ শর্তাবলী মেনে আবেদন প্রক্রিয়া শুরু করুন। নিম্নে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়স, অভিজ্ঞতা ও বেতন স্কেল ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হয়েছে।

  • পদের নাম: সিনিয়র জোনাল ম্যানেজার
  • পদ সংখ্যা: ০৪ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ স্নাতক/ সমমান (যেকোনো বিষয়)
  • প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫০ বছর
  • অভিজ্ঞতা: নূন্যতম ০৩ বছর
  • বেতন স্কেল: ৬০,৪৭১-৬৫,৩৪৩/- টাকা
  • পদের নাম: এরিয়া ম্যানেজার
  • পদ সংখ্যা: ১০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ স্নাতক/ সমমান (যেকোনো বিষয়)
  • প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
  • অভিজ্ঞতা: নূন্যতম ০৩ বছর
  • বেতন স্কেল: ৫১,৮১৩/- টাকা
  • পদের নাম: সিনিয়র শাখা ব্যবস্থাপক
  • পদ সংখ্যা: ৫০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ স্নাতক/ সমমান (যেকোনো বিষয়)
  • প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর
  • অভিজ্ঞতা: নূন্যতম ০৩ বছর
  • বেতন স্কেল: ৪৪,০৫৯/- টাকা
  • পদের নাম: সিনিয়র ফিল্ড অফিসার
  • পদ সংখ্যা: ১৫০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ সমমান (যেকোনো বিষয়)
  • প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
  • অভিজ্ঞতা: নূন্যতম ০৫ বছর
  • বেতন স্কেল: ৩২,৮৬০/- টাকা
  • পদের নাম: ফিল্ড অফিসার
  • পদ সংখ্যা: ২০০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ সমমান (যেকোনো বিষয়)
  • প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
  • অভিজ্ঞতা: নূন্যতম ০১ বছর
  • বেতন স্কেল: ২৭,৫২২/- টাকা
  • পদের নাম: এ্যাসিসটেন্ট একাইন্টস অফিসার
  • পদ সংখ্যা: ৮০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: বিকম/ বিবিএস
  • প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
  • অভিজ্ঞতা: প্রয়োজন নেই
  • বেতন স্কেল: ২১,৩২২/- টাকা
  • পদের নাম: শিক্ষানবিশ ফিল্ড অফিসার
  • পদ সংখ্যা: ১৫০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি/ সমমান
  • প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর
  • অভিজ্ঞতা: প্রয়োজন নেই
  • বেতন স্কেল: ২৫,৫২২/- টাকা
গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আবেদনপত্র প্রেরণের ঠিকানা (গাক এনজিও)

আবেদনের ঠিকানা: চাকরি আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্রাদিসহ আবেদনপত্র “কো-অর্ডিনেটর, মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া”- ঠিকানায় প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহনযোগ্য নয়।

আবেদনপত্রের সাথে প্রার্থীদেরকে ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্নীয় নন এমন ব্যক্তি) নাম এবং মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। আবেদনপত্র খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে।

গাক এনজিওতে নিয়োগের শর্তাবলী

শর্তাবলী: বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা, সিপিএফ, গ্রাচ্যুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রার্থীগন প্রাপ্য হবেন। নারী প্রার্থীদেরকে সকল পদের ক্ষেত্রে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে।

গাক এনজিওতে চাকরি আগ্রহী সকল পদের প্রার্থীদেরকে আবশ্যিকভাবে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। পাশাপাশি কম্পিউটারে অফিস প্রোগ্রাম এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ডাকা হবে। বাছাইকৃত প্রার্থীদের মোবাইল ফোন অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

গাক এনজিও পরীক্ষার প্রশ্ন

পরীক্ষার প্রস্তুতি (এন্ট্রি লেভেল): এনজিও প্রতিষ্ঠানভেদে এন্ট্রি লেভেলের বিভিন্ন পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী নির্বাচনে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহন করা হয়। তাছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে শুধুমাত্র মৌথিক পরীক্ষার মাধ্যমেই কর্মী নির্বাচন করা হয়। লিখিত পরীক্ষা রচনামূলক অথবা এমসিকিউ (শর্ট) এই দুটি পদ্ধতিতে গ্রহন করা হয়।

সাধারনত “এনজিও-সম্পর্কিত বিষয়ে নানা ধরনের কার্যক্রম নিয়ে”- প্রশ্ন করা হয়ে থাকে। আবার, যে সকল পদে ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করতে হয়, সেই সকল পদসমূহে “ঋণ পরিচালনা ও ব্যবস্থাপনার” বিষয়েই বেশি প্রশ্ন করা হয়। এনজিও নিয়োগ কর্তৃপক্ষ সাধারণত এক ঘণ্টার লিখিত রচনামূলক প্রশ্ন করে থাকে। উল্লেখ্য যে, লিখিত পরীক্ষার প্রশ্ন “বাংলা, সাধারণ গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান “ বিষয়ে করা হয়। বিশেষ করে সাধারণ জ্ঞানে যাদের চর্চা বেশী তাদের বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা বেশী।

ngo পরীক্ষার প্রশ্ন

১. বাংলাদেশের সর্বপ্রথম এনজিও বিষয়ক ব্যুরো কত সালে প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ ১৯৯০ সালে।
২. বাংলাদেশের টিএমএসএস এনজিও কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৮০ সালে।
৩. বাংলাদেশের ইতিহাসে মেট্রোরেল কত তারিখে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৮ শে ডিসেম্বর ২০২২ সাল।
৪. কিয়েভ কোন দেশের রাজধানীর নাম?
উত্তরঃ ইউক্রেন।
৫. পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু কোনটি কে বলা হয়?
উত্তরঃ প্লাটিনাম কে।
৬. আল-আকসা মসজিদ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ফিলিস্তিন এ।
৭. বাংলাদেশের সর্ব প্রাচীন জনপদ কোনটি ছিল?
উত্তরঃ পুন্ড্র জনপদ।
৮. বর্ধমান হাউস কোন শহরে অবস্থিত?
উত্তরঃ ঢাকা শহরে।
৯. বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি?
উত্তরঃ লালপুর,নাটোরে।
১০. বিশ্বে কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত?
উত্তরঃ নিউইয়র্ক শহর।
১১. বাংলাদেশের মেট্রোরেল এর কার্যক্রম কত সালে শুরু হয়?
উত্তরঃ ২৬ জুন ২০১৬ সালে।
১২. বাংলাদেশের মেট্রো রেলের রাস্তার দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তরঃ ২১.২৬ কিলোমিটার।
১৩. বাংলাদেশের মেট্রোরেল এর সর্বমোট স্টেশন সংখ্যা কতটি?
উত্তরঃ ১৭ টি।
১৪. বাংলাদেশের মেট্রোরেল এর সর্বোচ্চ ভাড়া কত টাকা নির্ধারণ করা হয়েছে?
উত্তরঃ ১০০ টাকা।
১৫. জাতিসংঘ সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯৪৫ সালে।
১৬. বর্তমান সময়ে বাংলাদেশের সর্ব মোট উপজেলার সংখ্যা কতটি?
উত্তরঃ ৪৯২ টি?
১৭. বাংলা ভাষার মূল উৎস কোনটি?
উত্তরঃ অনার্য ভাষা।
১৮. বর্তমান সময়ে বাংলাদেশের সর্ব মোট থানার সংখ্যা কতগুলি ?
উত্তরঃ ৬৫০ টি থানা।
১৯. বর্তমানে বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?
উত্তরঃ ১২ টি।
২০. বাংলাদেশের উপকূলীয় জেলা হিসেবে কয়টি জেলাকে বোঝানো হয়?
উত্তরঃ ১৯ টি জেলাকে।
২১. পৃথিবীতে মোট কতটি দেশ রয়েছে?
উত্তরঃ ২২৮ টি দেশ ।
২২. বাংলাদেশের সর্ব প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এনজিও পরীক্ষার প্রশ্ন

২৩. বাংলাদেশের কোন জেলাকে হিমালয়ের কন্যা হিসেবে নামকরণ করা হয়?
উত্তরঃ পঞ্চগড় জেলা কে।
২৪. ১২ আউলিয়ার দেশ হিসেবে বাংলাদেশের কোন জেলাকে ডাকা হয়?
উত্তরঃ চট্টগ্রাম জেলাকে।
২৫. বিশ্ব শান্তির শহর নামে পরিচিত কোন এলাকাকে ডাকা হয়?
উত্তরঃ রোম শহরকে
২৬. বাংলাদেশের ফুসফুস হিসেবে ডাকা হয় কোন জেলাকে?
উত্তরঃ সন্দরবন খুলনাকে ।
২৭. সাত পাহাড়ের দেশ হিসেবে কোন দেশ কে নামকরণ করা হয়েছে?
উত্তরঃ রোম কে।
২৮. ভাটির দেশ নামে ডাকা হয় কোন দেশকে ?
উত্তরঃ বাংলাদেশ কে
২৯. সোশ্যাল মিডিয়া ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০৪ সালে।
৩০. বিশ্বের কোন দেশের নিষিদ্ধ শহর হিসেবে নামকরণ করা হয়?
উত্তরঃ তিব্বতকে।
৩১. সোশ্যাল মিডিয়ার টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০৬ সালে।
৩২. বাংলাদেশের গরম পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ সীতাকুন্ড জেলায়।
৩৩. বিশ্বের মুক্তার দেশ হিসেবে পরিচিত কোন দেশ?
উত্তরঃ কিউবা দেশ।
৩৪. বাংলাদেশের কোন বিখ্যাত বনকে অ্যামাজন বন হিসাবে ডাকা হয়?
উত্তরঃ সিলেটের রাতারগুল বন কে।
৩৫. ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ প্রতিষ্ঠান কে সংক্ষেপে কি নামে ডাকা হয়?
উত্তরঃ T.M.S.S নাম।
৩৬. বাংলাদেশে বসবাসকারী মোট উপজাতির সংখ্যা কত?
উত্তরঃ ৪৮টি।
৩৭. বাংলাদেশের জাতীয় পতাকার আকারের অনুপাত কত?
উত্তরঃ ১০: ৬ অনুপাত।
৩৮. নিরাকার শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ সাকার।
৩৯. “মানব “শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তরঃ মনু +শু।
৪০. সূর্য দীঘল বাড়ি উপন্যাসটির রচয়িতা নাম কি?
উত্তরঃ আবু ইসহাক।
৪১. যা কষ্টে জয় করা যায় ” তাকে এক কথায় কি বলে?
উত্তরঃ দুর্জয়।
৪২. সাক্ষী গোপাল” বাগধারার অর্থ কি?
উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক।
৪৩. উনপাজুরে বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ হতভাগ্য।
৪৪. পাউরুটি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ পর্তুগিজ শব্দ থেকে।
৪৫. কলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ আরবি ভাষা থেকে।

***** সংগৃহিত*****

গাক এনজিও শাখা সমূহ

শাখা সমূহ: গাক একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে গাক এনজিও প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মোট ৩৫৫ টি শাখা নিয়ে এই প্রতিষ্ঠানটি সততার সাথে মানুষের কল্যাণে কাজ করছে।

গাক এনজিও সম্পর্কে বিস্তারিত

বিস্তারিত: গাক এনজিও একটি জাতীয় পর্যায়ের বেসরকারী গ্রাম উন্নয়ন সংস্থা। ১৯৯৩ সালে এই এনজিও সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে গাক এনজিওর মোট ৩৫৫ টি শাখা প্রতিষ্ঠান রয়েছে। আনুমানিক ৫,৫০০ জন কর্মী প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। এই প্রতিষ্ঠানটিতে মোট ছয় লক্ষ সদস্য রয়েছে।

এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সার্চ রিলেটেড কিওয়ার্ড: গাক এনজিও প্রতিষ্ঠাতা, গাক এনজিও হেড অফিস, গাক এনজিও শাখা কয়টি, গাক এনজিও সম্পর্কে বিস্তারিত, গাক এনজিও শাখা, গাক এনজিও লোন, গাক এনজিও প্রধান কার্যালয়, গাক এনজিও কেমন, গাক এনজিও পরীক্ষার প্রশ্ন, গাক এনজিও আবেদন ফরম, guk ngo branch list, guk ngo gaibandha, guk ngo exam question, guk ngo head office, guk ngo bogra, guk ngo details

Leave a Reply