পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Petrobangla Job Circular 2024): সম্প্রতি জনবল নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেট্রোবাংলা নিয়োগ কর্তৃপক্ষ। যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগন উক্ত পদসমূহে নির্ধিদায় আবেদন করতে পারবেন। সকল প্রার্থীদেরকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন সংক্রান্ত ও পেট্রোবাংলা প্রতিষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে নিম্নে দেওয়া হলো।
বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি হিসেবে পেট্রোবাংলা সুপরিচিত। এটি একটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। পেট্রোবাংলা প্রতিষ্ঠিত হয় ২৬শে মার্চ, ১৯৭২ সালে। মোট ১৩ টি কোম্পানি এই সংস্থার অধীনস্থ রয়েছে। এই প্রতিষ্ঠানটির কাজ হচ্ছে সারা বাংলাদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, পরিশোধন, উত্তোলন ও বাজারজাতকরণ। তাছাড়া আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের সাথে পেট্রোবাংলা উৎপাদন অংশীদারি চুক্তি করে থাকে বাংলাদেশের তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে।
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশ নং ২৭-এর মাধ্যমে ২৬শে মার্চ, ১৯৭২ সালে “বাংলাদেশ খনিজ, তেল ও গ্যাস করপোরেশন” গঠন করা হয় বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ উন্নয়ন ও অনুসন্ধানের লক্ষ্যে। বাংলাদেশ খনিজ, তেল ও গ্যাস করপোরেশনের সংক্ষিপ্ত রূপ বিএমওজিসি। আবার রাষ্ট্রপতির আদেশ নং ১২০-এর মাধ্যমে ২৭শে সেপ্টেম্বর, ১৯৭২ সালে “বাংলাদেশ খনিজ অনুসন্ধান ও উন্নয়ন করপোরেশন” নামে আরেকটি সংস্থা গঠন করা হয় বাংলাদেশের খনিজ অনুসন্ধান ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য।
বাংলাদেশ খনিজ অনুসন্ধান ও উন্নয়ন করপোরেশনের সংক্ষিপ্ত রূপ বিএমইডিসি। পরবর্তীতে বিএমইডিসি-কে “বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশন” নামে পুনর্গঠন করা হয়। বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশনের সংক্ষিপ্ত রূপ বিওজিসি। রাষ্ট্রপতির আদেশ নং ১৫-এর মাধ্যমে ২২শে আগস্ট, ১৯৭৪ সালে বিওজিসি-কে ‘পেট্রোবাংলা’ নামে সংক্ষিপ্ত নামকরণ করা হয়। সম্প্রতি পেট্রোবাংলায় শূণ্যপদ পূরণে জনবল নিয়োগের উদ্দেশ্যে পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সার্কুলার প্রকাশ করেছে। পেট্রোবাংলা নিয়োগ সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য নিম্নে তুলে ধরা হলো। সকল সরকারি, বেসরকারি, কোম্পানি, এনজিও প্রতিষ্ঠানসমূহের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ওফিসিয়াল ফেসবুক পেইজে যুক্ত হন- ফেসবুক
পেট্রোবাংলা নিয়োগের প্রশ্ন সম্পর্কিত বিস্তারিত তথ্য পোষ্টের নিচে দেওয়া হয়েছে।
- প্রতিষ্ঠানের নাম: পেট্রোবাংলা
- চাকরির ধরন: সরকারি চাকরি
- আবেদনযোগ্য জেলা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলা
- পদ সংখ্যা: ০১ টি
- মোট নিয়োগ সংখ্যা: ০১ জন
- প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৬৫ বছর
- আবেদনের মাধ্যম: ডাকযোগ
- আবেদনের সময়সীমা: ১০ মে ২০২৪ ইং
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট: http://www.petrobangla.org.bd/
পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পেট্রোবাংলায় চাকরি আগ্রহী প্রার্থীগন তাদের যোগ্যতা অনুযায়ী পদের বিবরণ দেখে কাক্ষিত পদ বেছে নিন, এবং যথাযথ শর্তাবলী মেনে আবেদন প্রক্রিয়া শুরু করুন। নিম্নে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়স, বেতন স্কেল এবং গ্রেড ইত্যাদি পদের বিবরণ সুশৃঙ্খলভাবে তুলে ধরা হয়েছে। আবেদন সংক্রান্ত আরও তথ্য জানতে পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সার্কুলারটি দেখুন।
- পদ সংখ্যা: ০১ টি
- মোট নিয়োগ সংখ্যা: ০১ জন
- বয়সসীমা: অনূর্ধ্ব ৬৫ বছর
- আবেদনের মাধ্যম: ডাকযোগ
তথ্য সূত্রঃ ২৫ এপ্রিল ২০২৪ ইং-দৈনিক ইত্তেফাক।
আবেদন শুরুঃ চলছে
সময়সীমাঃ ১০ মে ২০২৪ ইং
তথ্য সূত্রঃ ০৮ মার্চ ২০২৪ ইং-আমাদের সময়।
আবেদন শুরুঃ ১৯ মার্চ ২০২৪ ইং
সময়সীমাঃ ১৮ এপ্রিল ২০২৪ ইং
আবেদন করুন
আবেদনপত্র প্রেরণের ঠিকানা
আবেদনের ঠিকানা: আবেদনে আগ্রহি প্রার্থীদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরাসরি অনলাইন আবেদনের জন্য উপরে প্রদত্ত আবেদন বাটনে ক্লিক করুন। অনলাইন ব্যতীত ডাকযোগ বা অন্য যেকোনো মাধ্যমে দরখাস্ত গ্রহনযোগ্য নয়। সকল প্রার্থীদেরকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই এখুনি আবেদন প্রক্রিয়া শুরু করুন।
পেট্রোবাংলা নিয়োগ ২০২৪
১। পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানি
অধীনস্থ কোম্পানিসমূহ হচ্ছে:
- বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)
- বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল)
- সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড (এসজিএফএল)
২। পেট্রোবাংলা কি
সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি হচ্ছে পেট্রোবাংলা। বাংলাদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, ও বাজারজাতকরণের কাজে এটি করে। এছাড়াও কোম্পানিটি বাংলাদেশে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের সাথে উৎপাদন অংশীদারি চুক্তি করে থাকে।
৩। পেট্রোবাংলা নিয়োগ বিধিমালা
নিয়োগ বিধিমালা সংক্রান্ত সকল তথ্য সার্কুলারে উল্লেখ রয়েছে।
৪। পেট্রোবাংলা কি সরকারি
হ্যাঁ, এটি সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি। বাংলাদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, ও বাজারজাতকরণের কাজে এটি করে।
৫। পেট্রোবাংলা কাজ কি?
সারা বাংলাদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, ও বাজারজাতকরণের পেট্রোবাংলা কাজ করে থাকে।
৬। পেট্রোবাংলা কত সালে?
এই সংস্থাটি ২৬ মার্চ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
৭। পেট্রোবাংলা কি ধরনের প্রতিষ্ঠান
সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি হচ্ছে পেট্রোবাংলা।
৮। পেট্রোবাংলা চাকরির সুযোগ সুবিধা
প্রশ্নঃ পেট্রোবাংলায় বেতন ভাতা কেমন ?
উত্তরঃ আপনি যদি একজন এসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্ত হন তাহলে, প্রতিমাসে আপনার মূল বেতন ২৩১০০ + ৬০% বাড়ি ভাড়া পাবেন।
প্রশ্নঃ পেট্রোবাংলায় বেতনের বাইরে কি কি সুযোগ-সুবিধা আছে ?
উত্তরঃ বছরে দুই ঈদে আপনার ব্যাসিক বেতনের সমান বোনাস পাবেন। তাছাড়া গ্যসবিল বাবদ ২০৬০ টাকা, দুপুরে লাঞ্চের জন্য মাসিক ২২০০ টাকা অথবা দৈনিক ১৫০ টাকা করে পাবেন। পাশাপাশি বছরে ২টা বেসিকের সমান ইনসেন্টিভ বোনাস দেয়া হবে এবং বার্ষিক পার্ফরমেন্স বা APA বোনাস ২টা দেয়া হবে।
প্রশ্নঃ পেট্রোবাংলা নাকি প্রফিট বোনাস দিয়ে থাকে?
উত্তরঃ জিঁ, পেট্রোবাংলা কোম্পানী প্রফিট করলে বেশ ভালো পরিমানে প্রফিট হিসেবে বোনাস দিয়ে থাকে যেখানে সরকারি অন্যান্য প্রতিষ্ঠানে এই পরিমান প্রফিট বোনাস দেয়া হয় না। এছাড়া এই কোম্পানীতে এক্স-গ্রাটিয়া হিসেবে বোনাস দিয়ে থাকে যা প্রায় বেসিকের ৬-৭টার সমান। তাছাড়া এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাগন বিনা সুদে লোন নিতে পারবেন।
প্রশ্নঃ পেট্রোবাংলায় পোস্টিং কোথায় কোথায় হয় ?
উত্তরঃ সাধারণত ঢাকাতেই পেট্রোবাংলার পোস্টিং হয়ে থাকে।
প্রশ্নঃ পেট্রোবাংলায় যাতায়তের কি কি সুবিধা রয়েছে?
উত্তরঃ এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাগন ১২ সিটের হাইয়েস মাইক্রোতে করে যাতায়তের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
সার্চ রিলেটেড কিওয়ার্ড: পেট্রোবাংলা জব সার্কুলার, পেট্রোবাংলা নোটিশ বোর্ড, পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানি, পেট্রোবাংলা কি, পেট্রোবাংলার কাজ কি, পেট্রোবাংলা নিয়োগ বিধিমালা, পেট্রোবাংলা কর্মকর্তা, পেট্রোবাংলা কি সরকারি, bgfcl, petrobangla job circular, পেট্রোবাংলা কাজ কি?, পেট্রোবাংলা কত সালে?, পেট্রোবাংলা কোথায় অবস্থিত, petrobangla, titas gas, rpgcl, পেট্রোবাংলা কোন মন্ত্রণালয়ের অধীনে, পেট্রোবাংলা অফিস, পেট্রোবাংলা কর্পোরেশন, পেট্রোবাংলা কি ধরনের প্রতিষ্ঠান, পেট্রোবাংলা নিয়োগ, পেট্রোবাংলা চাকরির সুযোগ সুবিধা, পেট্রোবাংলা সহকারী ব্যবস্থাপক প্রশ্ন