বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২৩ (Bangladesh Road Transport Corporation Job Circular 2023): সম্প্রতি নিরাপত্তা প্রহরী পদে মোট ২১ জন প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ। আবেদনযোগ্য প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ১৮-৩০ বছর। প্রার্থীদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবদেন করতে হবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে নিচের সার্কুলারটি দেখুন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২৩
বি.আর.টি.সি. এর পূর্ণাঙ্গ রূপ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। এটি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা। এই সংস্থাটি বাংলাদেশের সড়ক পরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত। রিসেন্ট এই সংস্থার উন্নয়ন কাজের জন্য শূণ্যপদ পূরণে জনবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২৩ সার্কুলারটি দেখুন। নতুন নতুন চাকরির খবর পেতে ভিজিট করুন hotjobsbd.com
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদনযোগ্য জেলা | সার্কুলারে নির্ধারিত জেলা |
পদ সংখ্যা | ০১ টি |
মোট নিয়োগ সংখ্যা | ২১ টি |
প্রার্থীর বয়স | সর্বোচ্চ ১৮-৩০ বছর |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনের সময়সীমা | ৩০/০৪/২০২৩ ইং |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | http://www.brtc.gov.bd/ |
পদের বিবরণ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন)
নিম্নে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর বয়স, অভিজ্ঞতা ও বেতন স্কেল ইত্যাদি সুশৃঙ্খলভাবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-এ চাকরি আগ্রহী প্রার্থীগন তাদের যোগ্যতা অনুযায়ী নিচে দেওয়া পদের বিবরণ দেখে কাক্ষিত পদ বেছে নিন, এবং যথাযথ শর্তাবলী মেনে আবেদন প্রক্রিয়া শুরু করুন।
- সৃজিত পদের নাম: নিরাপত্তা প্রহরী
- পদ সংখ্যা: ২১ জন
- প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ
- বয়স: সর্বোচ্চ ১৮-৩০ বছর
- অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত
- বেতন ভাতা: ৮,২৫০- ২০,০১০/- টাকা
- গ্রেড: ২০


আবেদনপত্র প্রেরণের ঠিকানা
আবেদনের ঠিকানা: আবেদনে আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ৩০ এপ্রিল ২০২৩ ইং তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এখনি অনলাইন আবেদনের জন্য নিচে দেওয়া আবেদন বাটনে ক্লিক করুন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ পরীক্ষার বিগত প্রশ্নসমূহ
১। বীনার ধ্বনি কি?
উত্তরঃ নিরুণ
২। দুধের মাছি এর সমার্থক বাগধারা কোনটি?
উত্তরঃ বসন্তের কোকিল
৩। অন্ধকার এর প্রতিশব্দ কি?
উত্তরঃ তিমির
৪। রেস্তোরা কোন ভাষার শব্দ?
উত্তরঃ ফরাসি
৫। কাজী নজরুল ইসলাম কত সালে জন্ম গ্রহণ করেন?
উত্তরঃ ১৮৯৯ সালে
৬। শেষের কবিতা একটি-
উত্তরঃ উপন্যাস
৭। ছন্দের যাদুকর কোন কবি?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
৮। বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি আছে?
উত্তরঃ ৮
৯। কোনটি বিশেষণ বাচক শব্দ?
উত্তরঃ জীবনী
১০। কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
উত্তরঃ বর
১১। কোন বহুবচন বাচক প্রত্যয়টি উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়?
উত্তরঃ বৃন্দ
১২। নীল আকাশ কি বাচক নাম বিশেষণ?
উত্তরঃ রূপবাচক
১৩। যে ব্যক্তির দুই হাত সমান চলে-
উত্তরঃ সব্যসাচী
১৪। Look into means-
উত্তরঃ search
১৫। Which one is correct?
Ans: dictionary
১৬। What is the past form of ‘been’
Ans: was
১৭। Which one is odd?
Ans: Cloth
১৮। What is the antonym of freedom.
Ans: slavery
১৯। I saw ten _.
Ans: deer
২০। Right the wrong.
Ans: verb
২১। Open __ page 30.
Ans: at
২২। Which is the positive degree of ‘most’
Ans: Many, much
২৩। I am not good _ English.
Ans: at
২৪। He never (to swim) in the river.
Ans: swims
২৫। Which one is collective noun?
Ans: jury
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২৩
২৬। a = 5, b = -5 হলে (a – b)² কত?
Ans: 100
২৭। ত্রিভুজের তিনটি কোণ অসমান হলে ত্রিভুজটি-
Ans: বিষমবাহু
২৮। ২৫০ টাকা ৪% কত?
Ans: ১০
২৯। ০.১ ÷ ০.০১ = কত?
Ans: ১০
৩০। একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে?
Ans: ১টি
৩১। ৫০০ টাকার একটি বই ৩০% কমিশনে বিক্রয় মূল্য কত?
Ans: ৩৫০
৩২। ৩/৫ শতকরা প্রকাশে কি হবে?
Ans: ৬০%
৩৩। দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬। তাদের গ.সা.গু ৪ হলে, ল.সা.গু কত?
Ans: ১২০
৩৪। ০.০১ ˣ ০.১ ˣ ০.০০১ = কত?
Ans: ০.০০০০০১
৩৫। চতুর্ভুজের চারকোণের সমষ্টি–
Ans: ৩৬০⁰
৩৬। কোন সংখ্যার ৪৭ অংশ সমান ৮০ হবে-
Ans: ১৪০
৩৭। ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
Ans: ৮টি
৩৮। একটি বিদ্যালয়ে ১২৬ জন ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় ১৪% ছাত্র-ছাত্রী বেড়ে গেল। বিদ্যালয়ের মােট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
Ans: ৯০০
৩৯। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি.?
Ans: ৬.১৫
৪০। হেলসিংকি কোন দেশের রাজধানী?
Ans: ফিনল্যান্ড
৪১। সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়?
Ans: ২১ নভেম্বর
৪২। বাংলাদেশ কততম দেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে?
Ans: ৫৭
৪৩। নােবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়?
Ans: ৬টি
৪৪। উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
Ans: নরসিংদী
৪৫। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
Ans: টুঙ্গীপাড়া
৪৬। নিশিথ সূর্যের দেশ কোনটি?
Ans: নরওয়ে
৪৭। কোন দেশটি উর্বর ব-দ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত?
Ans: বাংলাদেশ
৪৮। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
Ans: সেন্টমার্টিন
৪৯। কোনটি এককোষী জীব?
Ans: এ্যামিবা
৫০। ইন্টারনেটের সাথে কেনাবেচাকে বলা হয়-
Ans: E-commerce.
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ ২০২৩
সার্চ রিলেটেড কিওয়ার্ড: সড়ক পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, বি আর টি সি হেড অফিস, বিআরটিসি কি সরকারি প্রতিষ্ঠান, বিআরটিসি নোটিশ বোর্ড, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ 2023, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পরীক্ষার প্রশ্ন
brtc online, brtc.teletalk.com.bd admit card, brta online registration check bd, bangladesh public service commission, brta, brtc, brta login, bangladesh road transport corporation (brtc), bangladesh road transport corporation job circular 2023, bangladesh road transport corporation (brtc) motijheel photos, bangladesh road transport authority